Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন: আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২১ ২৩:৩৭ | আপডেট: ১৯ মে ২০২১ ১০:২৯

ফাইল ছবি: আনিসুল হক

ঢাকা: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন। মঙ্গলবার (১৮ মে) রাতে রাজধানীর গুলশানে সরকারি আবাসিক অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘এ রকম একটি ঘটনায় সরকার ও সাংবাদিকদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হোক— এ রকম কোনো সন্দেহ যদি থাকে, তাহলে সরকার সেটি দূর করার চেষ্টা করবে। পরশু বোধ হয় জামিনের শুনানি আছে, সেটি আদালত নিশ্চয়ই দেখবেন, সবকিছু বিবেচনা করবেন। আমিও প্রসিকিউশনকে মামলাটা খতিয়ে দেখার জন্য বলব। তবে এটুকু বলতে পারি অবশ্যই তিনি (রোজিনা ইসলাম) ন্যায়বিচার পাবেন।’

বিজ্ঞাপন

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ সিক্রেটারিয়েট রিপোটার্স ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতারা আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রোজিনা ইসলামের বিষয়ে তাকে অবহিত করেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

আইনমন্ত্রী আনিসুল হক ন্যায় বিচার রোজিনা ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর