Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুসন্ধানী সাংবাদিকদের স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি

সারাবাংলা ডেস্ক
১৮ মে ২০২১ ২০:২১

ঢাকা: দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা এবং নিপীড়নের প্রতিবাদে অনুসন্ধানী সাংবাদিকরা স্বেচ্ছায় কারাবরণের কর্মসূচি ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে দেশের শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর অনুসন্ধানী সাংবাদিকরা লিখিত আবেদন নিয়ে শাহবাগ থানায় হাজির হন।

তাদের পক্ষ থেকে বলা হয়, রোজিনা ইসলামের বিরুদ্ধে যে ধরণের অভিযোগ আনা হয়েছে; সেই একই অভিযোগ যে কোনো অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধেই আনা যায়। এমন অসংখ্য অভিযোগে থানায় উপস্থিত সাংবাদিকদেরও গ্রেফতার করা হোক।

অনুসন্ধানী সাংবাদিকরা জনস্বার্থে এমন গোপন নথির মাধ্যমে দুর্নীতি উন্মোচন করে থাকেন। তাই তারা স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে থানায় হাজির হয়েছেন — বলে জানান।

এদিকে, স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে হাজির হওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন — বদরুদ্দোজা বাবু, মিলটন আনোয়ার, মহিম মিজান, পারভেজ রেজা, মুনজুরুল করিম, আব্দুল্লাহ তুহিন, খান মুহাম্মদ রুমেল, অপূর্ব আলাউদ্দীন, আবদুল্লাহ আল ইমরান, নয়ন আদিত্য, মুক্তাদির রশীদ রোমিও, এস এম নূরুজ্জামান, শাহনাজ শারমিন, কাওসার সোহেলী।

সারাবাংলা/একেএম

অনুসন্ধানী সাংবাদিক সাংবাদিক রোজিনা ইসলাম স্বেচ্ছায় কারাবরণ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর