Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে মাথায় কয়েল রোল পড়ে ট্রাকচালকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২১ ১৯:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে কয়েল শিটের ভারি রোল মাথায় পড়ে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। জাহাজ থেকে খালাসের সময় ক্রেনের তার ছিঁড়ে কয়েল রোলটি তার মাথায় পড়ে বলে জানান বন্দরের কর্মকর্তারা।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে তিনটার দিকে চট্টগ্রাম বন্দরের একটি কনটেইনার জেটিতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. খোকন (৪০) চট্টগ্রাম নগরীর বন্দর থানার ফকিরহাট পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকার মৃত মো. এনাম আলীর ছেলে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘খোকন ট্রাক নিয়ে বন্দরের ভেতরে লোডিং পয়েন্টে গিয়েছিলেন। সেখানে জাহাজ থেকে ক্রেনের মাধ্যমে সিআর কয়েল শিটের রোল খালাস করে ট্রাকে তোলা হচ্ছিল। তিনি একেবারে ক্রেনের নিচে চলে যান। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে একটি ভারি রোল পড়ার সময় তার মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেরি পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই শীলব্রত বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘আহত খোকনকে বিকেল ৩টা ৫০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

কয়েল রোল চট্টগ্রাম বন্দর ট্রাকচালকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর