Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মে ২০২১ ১৯:৪৫

ঢাকা: পণ্যের গুণগত মান সনদ ও ছাড়পত্র ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে লাজ ফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (১৮ মে) রাজধানীর কলাবাগানের লাজ ফার্মাকে এই জরিমানা করা হয়।

বিএসটিআই জানায়, একনিঅনোমিকস ব্রান্ডের ৩৬০ ডিগ্রি বডি স্প্রেতে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার এবং সফট ড্রিংক পাউডার, মধু, চকলেট, বেবি পাউডার, বিস্কুট, চিপস ইত্যাদি পণ্যের গুণগত মান সনদ বা ছাড়পত্র না থাকায় এ জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা ও বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে মো. মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

জরিমানা বিএসটিআই লাজ ফার্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর