Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মৃত ২ কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা ঢামেকের

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২১ ১৯:৩৭

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনায় মারা যাওয়া ২ কর্মীর পরিবারের সদস্যকে আর্থিক সহায়তা দিয়েছে ঢামেক কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ মে) বিকেলে ঢামেক পরিচালকের কক্ষে মৃতের স্বজনদের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, হাসপাতালে করোনাকালে রোগীদের সেবা দেওয়ার সময় করোনায় আক্রান্ত হন প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম ও চতুর্থ শ্রেণির কর্মচারী বেদের আলী।

বিজ্ঞাপন

পরিচালক বলেন, আমাদের হাসপাতালে এই দুজন প্রথম করোনাক্রান্ত হয়ে মারা যান। আজ তাদের দুজনের পরিবারকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। রেশেদুল ইসলামের স্ত্রী আরজিনা খুতন পেয়েছেন ৩৭ লাখ ৫০হাজার টাকা এবং বেদের আলীর স্ত্রী খাদিজা বেগম পেয়েছেন ২৫ লাখ টাকা।

পরিচালক মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী করোনার শুরু থেকেই আমাদের পাশে আছেন। সবসময় খোঁজ নিয়েছেন, এখনও নিচ্ছেন। আমাদের হাসপতালে এই দুজন ছাড়াও অনেকেই মারা গেছেন। আশা করি পর্যায়ক্রমে তাদেরকেও এই আর্থিক সহায়তা দেওয়া হবে।

সারাবাংলা/এসএসআর/এসএসএ

আর্থিক সহায়তা ঢামেকের করোনায় মৃত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর