Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৮ মে ২০২১ ১৯:০৭

ফাইল ছবি

সুনামগঞ্জ: দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে আবু তাহের (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেলে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া যুবক আবু তাহের দোয়ারা বাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের বাজার করার জন্য দোয়ারা সদরে যায়। এসময় হঠাৎ করে ঝড়ো বাতাস ও প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এসময় বৃষ্টিপাত থেকে রক্ষা পেতে দৌড়ে আশ্রয় নিতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

ওসি মো.নাজির আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

বজ্রপাতে মৃত্যু সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর