সেলফি তুলতে গিয়ে নদীতে ডুবে ৩ বোনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৮ মে ২০২১ ১৮:৩২ | আপডেট: ১৮ মে ২০২১ ২৩:৩০
১৮ মে ২০২১ ১৮:৩২ | আপডেট: ১৮ মে ২০২১ ২৩:৩০
গাইবান্ধা: সাঘাটা উপজেলায় মোবাইলে সেলফি তুলতে গিয়ে যমুনা নদীতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুরে সাঘাটা থানার সামনের চরে এ ঘটনা ঘটে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, আপন বোন ঋতু ও প্রীতি এবং তাদের মামাতো বোন অনামিকা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ঋতু ও প্রীতি সাঘাটা উপজেলার কচুয়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসেন। সকাল ১০টার দিকে মামাতো বোন অনামিকার সঙ্গে যমুনা নদীতে ঘুরতে যান তারা। নদীর ধারে সেলফি তুলতে গিয়ে পা পিছলে এক বোন নদীতে ডুবে যেতে থাকলে অপর দুই বোন তাকে বাঁচাতে যায়। এ সময় নদীতে ডুবে তিন বোনেরই মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করে।
সারাবাংলা/এসএসএ