Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি সোসিওলজি বিভাগ অ্যালামনাইয়ের নতুন মহাসচিব ফেরদৌস জামান

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২১ ১৭:২৩

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান ঢাকা বিশ্ববিদ্যালয় সোসিওলজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হয়েছেন।

গত ১৭ মে সন্ধ্যায় ভার্চুয়াল প্লাটফর্মে অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে ড. ফেরদৌস জামানকে নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন

ওই সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ.কে.এম. নুরুন্নবী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোকাদ্দেম হোসেনসহ অ্যাসোসিয়েশনের ১৭ জন কার্যনির্বাহী সদস্য বক্তব্য দেন।

উল্লেখ্য, সোসিওলজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসাইন এর মৃত্যুতে পদটি শূন্য ছিল। অ্যাসোসিয়েশন শূন্যপদ পূরণের জন্য জরুরি সভা আহ্বান করে ড. ফেরদৌস জামানকে এ পদের জন্য নির্বাচিত করা হয়।

সারাবাংলা/টিএস/একে

অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর