‘দেশকে নিয়ে ভাবতে হবে, পরমুখাপেক্ষী থাকা চলবে না’
১৮ মে ২০২১ ১৬:৩৭ | আপডেট: ১৮ মে ২০২১ ১৮:৩৫
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের দেশকে নিয়ে ভাবতে হবে। সবসময় পরমুখাপেক্ষী থাকা চলবে না। মঙ্গলবার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় সরকার প্রধান একথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এই সভায় যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মহামারির সময় আমি একথাটিই বার বার বলছিলাম, যে করেই হোক আমাদের খাদ্য উৎপাদনটা অব্যাহত রাখতে হবে। যেন কোনোভাবেই আমাদের খাবারের অভাব না হয়। এই দিকটাতে সবাইকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।’
সংশ্লিষ্টদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে উৎসাহিত করুন, ট্রেনিং দেন। তাদের বলেন, নিজের বাড়িতে অনেক জমি-জমা পড়ে থাকে; সেগুলো পরে থাকবে কেন? সেগুলো চাষবাষের আওতায় নিয়ে এসে খামার করে অনেক টাকা আয় করতে পারে। এমনকি ইন্ডাস্ট্রির মালিকও হতে পারে। প্রসেসিং ইন্ডাস্ট্রিজ সব থেকে বেশি ভালো চলবে। দেশেও তো মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। আবার বিদেশেও রফতনি করতে পারবে। তবে দেশের বাজার তৈরিটা সব থেকে আগে।’
তিনি বলেন, ‘মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কাজেই দেশের বাজারেও পণ্য সম্প্রসারিত করতে পারবে। তাতে উৎপাদন, ব্যবসা-বাণিজ্য সবই বাড়বে।’
শেখ হাসিনা বলেন, ‘বর্তমান যুগে কেউ একা চলতে পারে না। সবাইকে সঙ্গে নিয়েই চলতে হয়। এখন পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আধুনিক প্রযুক্তির যুগে সারাবিশ্বই এখন সবার সঙ্গে সবার যোগাযোগের একটা সুযোগ। কাজেই এই প্রযুক্তির ব্যবহার যেন কাজে লাগতে পারি।’
তিনি বলেন, ‘প্রযুক্তি আবার সমস্যাও সৃষ্টি করে। তবে এর মধ্য থেকে ভালোটা বেছে নিতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সেটা পারব। জাতির পিতা ৭ মার্চের ভাষণে বলেছিলেন, কেউ দাবায়া রাখতে পারবা না। বাংলাদেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।’
সারাবাংলা/এনআর/পিটিএম