Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৮ মে ২০২১ ১৫:৫১

প্রতীকী ছবি

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাক্টরচাপায় রাকিবুল হাসান (১৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা অপর এক আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) সকাল পৌনে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-নাকাই সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকিবুল গাইবান্ধা সদরের গোরস্থানপাড়ার হারুন অর রশিদের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী দুই কিশোর গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে গোবিন্দগঞ্জ-নাকাই সড়কের নতুন বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাকিব নামে একজনের মৃত্যু হয়। এসময় আহত অপর কিশোরকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, তাৎক্ষণিক ভাবে আহত কিশোরের পরিচয় জানা যায়নি।

সারাবাংলা/এসএসএ

গাইবান্ধা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর