Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২১ ১৫:৩৫ | আপডেট: ১৮ মে ২০২১ ২০:০৮

ফাইল ছবি

ঢাকা: করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যেসব প্রকল্প জনগণের সঙ্গে সম্পৃক্ত সেসব প্রকল্পে সবোর্চ্চ অগ্রাধিকার দিতে হবে।

মঙ্গলবার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাজেটে গবেষণার জন্য আলাদা রাখার নির্দেশও দিয়েছে প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু বরাদ্দ রাখলেই হবে না, সেই অর্থ যাতে ব্যয় হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় তার মতো গবেষণা করবে, আর কৃষি মন্ত্রণালয় তার মতো গবেষণা করবে। সব মন্ত্রণালয় তাদের মতো করে গবেষণা করবে। এছাড়া উন্নয়ন প্রকল্পে পরামর্শক নিয়োগের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

এমএ মান্নান জানান, ‘প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্পের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকু বিদেশি পরামর্শক নিতে হবে। ঢালাওভাবে নিয়োগ দেওয়া যাবে না। চোখ বন্ধ করে উন্নয়ন প্রকল্পে বিদেশি পরামর্শক নেওয়া যাবে না।’

সারাবাংলা/জেজে/পিটিএম

করোনা ক্ষতিগ্রস্ত প্রকল্প টপ নিউজ দ্রুত বাস্তবায়ন

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর