‘গণপিটুনি’তে যুবকের মৃত্যু, পুলিশ বলছে দুর্বৃত্তদের ‘হামলা’
১৮ মে ২০২১ ১৪:৪৩
গাইবান্ধা: জেলার সাদুল্যাপুর উপজেলায় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত ফারুক (৩৫) হত্যাসহ একাধিক মামলার আসামি। তবে পুলিশ বলছে দুর্বৃত্তদের হামলায় তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার (১৭ মে) দিনগত রাত ১ টার দিকে উপজেলার ধাপেরহাট বৌবাজার এলাকায় হামলার শিকার হন ফারুক। নিহত ফারুক সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বৌবাজার এলাকার বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ফারুক এলাকার চিহ্নিত একজন দুষ্কৃতকারী। সে এলাকার একাধিক অটোরিকশা ও ভ্যান ছিনতাইসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই সব মামলায় গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন ফারুক। তার অত্যাচারে অতিষ্ট হয়ে এলাকাবাসীর গণপিটিনিতে তার মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে ফারুকের মৃতুর খবরে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে বলেও জানান তারা।
ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সোমবার (১৭ মে) দিনগত রাত ১টার দিকে ধাপেরহাট বৌবাজার এলাকায় ফারুকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে পিটিয়ে-কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে রাতেই রমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুর্বৃত্তদের হামলায় নিহত ফারুকের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত নিহতের মরদেহ সাদুল্যাপুরে এসে পৌঁছায়নি।
সারাবাংলা/এনএস
গণপিটুনিতে যুবক নিহত গাইবান্ধা পুলিশ বলছে দুর্বৃত্তদের হামলা