আগুনে পুড়লো রোয়াংছড়ির সবচেয়ে পুরাতন তালুকদার পাড়া
১৮ মে ২০২১ ১২:১২ | আপডেট: ১৮ মে ২০২১ ১২:১৫
বান্দরবান: আগুনে পুড়ে গেল বান্দরবান রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের সবচেয়ে পুরাতন তালুকদার পাড়া। সোমবার গভীর রাতে পাড়ার থোয়াইহ্লা প্রুর বাসা থেকে আগুনের সূত্রপাত হয়।
মঙ্গলবার (১৮ মে) সকালে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, রাত একটার সময় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে গেলে পুরো পাড়ার ৭০টি বাড়ি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। পরে পুলিশ, সেনাবাহিনী ও দমকল বাহিনীর লোকজন ও স্থানীয়রা মিলে ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কালাম জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতির পরিমান ও আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
সারাবাংলা/এমও