Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় দশম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২১ ০৯:২৪

প্রতীকী ছবি

ভোলা: জেলার দৌলতখানে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে শান্ত ইসলাম আবির নামে এক যুবকের বিরুদ্ধে গতকাল সোমবার (১৭ মে) দুপুরে ভোলার দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত শান্ত ইসলাম আবির দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাতেন সোহরাব মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে ওই যুবক স্কুলছাত্রীকে প্রস্তাব দিয়ে আসছিল। পরে বিয়ের প্রতিশ্রুতিতে ওই ছাত্রীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।

ওই স্কুলছাত্রী মা ও ছাত্রী জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শান্ত ইসলাম আবির স্কুলছাত্রীর সর্বনাশ করেছে। অভিযুক্তের বিচারের দাবি করেন তারা।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, স্কুলছাত্রীর মা ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। বিষয়টির তদন্ত চলছে।

সারাবাংলা/এমও

ধর্ষণের অভিযোগ স্কুলছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর