খিলক্ষেত ফ্লাইওভার থেকে ২ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
১৮ মে ২০২১ ০৯:১৫ | আপডেট: ১৮ মে ২০২১ ১০:৫৯
ঢাকা: রাজধানীর খিলক্ষেত-পূর্বাচল ফ্লাইওভারের ওপর থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই তরুণকে উদ্ধার করেছে পুলিশ। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদর মৃত ঘোষণা করেছেন।
মঙ্গলবার (১৮ মে) ভোর ৪টার দিকে খিলক্ষেত থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। নিহত দু’জন হলেন— এনামুল (৩০) ও মো. রাসেল (২৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাত আড়াইটার দিকে খিলক্ষেত-পূর্বাচল ফ্লাইওভারের ওপর এনামুল ও রাসেল নামে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। পরে খিলক্ষেত থানা পুলিশকে অবহিত করলে তারা গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসছে। তাদের দু’জনের শরীরেই গুলির চিহ্ন রয়েছে।
বাচ্চু মিয়া আরও জানান, ভোর ৪টার দিকে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মোফাখখারুল ইসলাম তাদের দু’জনকে হাসপাতালে নিয়ে আসেন। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/টিআর