Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার আরেক মামলায় মামুনুল হক রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২১ ১৮:৩৩

মাওলানা মামুনুল হক, ফাইল ছবি

নারায়ণগঞ্জ: হেফাজতে ইসলামের ডাকা হরতালে নারায়ণগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার আরেকটি মামলায় হেফাজ‌তের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হককে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১৭ মে) বিকেলে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস এ আদেশ দেন।

এর আগে, ১২ মে আরও পাঁচ মামলায় মামুনুল হককে ১৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ওই দিন কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়াল আদালতে যুক্ত ছিলেন মামুনুল হক।

আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, হরতালের নাশতার একটি মামলায় মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করে পিবিআই। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, ২৮ মে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের নারায়ণগঞ্জে শিমরাইল থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামুনুলদের বিরুদ্ধে ছয়টি মামলা করে।

সারাবাংলা/একে

মামুনুল হক রিমান্ড হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর