ইসরাইলের হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ২০০ ছুঁই ছুঁই
১৭ মে ২০২১ ১৮:২২
ইসরাইলের চলমান বিমান হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ২০০ জনের কাছাকাছি। সোমবার (১৭ মে) ভোরে গাজায় একাধিক বিমান হামলা চালালে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯৮ জনে দাঁড়িয়েছে। এছাড়াও হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। খবর আলজাজিরা।
ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনে চলমান বিমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর পরই এই একাধিক বিমান হামলা চালায় দেশটির সেনাবাহিনী।
এর আগে গতকাল রোববার (১৬ মে) গাজার উত্তর দিক থেকে দক্ষিণে ব্যাপকমাত্রায় বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় ৪২ জন ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন কয়েক ডজন।
এক সপ্তাহ আগে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ জন শিশুও রয়েছে। এছাড়াও এক হাজার ৩০০ জনেরও অধিক আহত হয়েছেন।
এর আগে, ইসরাইলের আশিকলন ও বের্শেবা শহরে রকেট হামলা চালিয়েছে হামাস। এ হামলায় দুই শিশুসহ ১০ জন ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরাইল ও ফিলিস্তিনের চলামান হামলার ঘটনায় গতকাল রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠকে বসেছিল। তবে আলোচনা ফলপ্রসূর হয়নি। এমনকি হামলা ঘটনায় উদ্বেগ জানিয়ে একটি যৌথ বিবৃতি দিতেও ব্যর্থ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বাধার কারণে একমত হওয়া যায়নি বলে জানিয়েছে চীন।
সারাবাংলা/এনএস