Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামীবার দেখব ১৫ আগস্ট কী করেন— ফখরুলকে কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মে ২০২১ ১৭:১১ | আপডেট: ১৭ মে ২০২১ ১৯:২৪

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ঢাকা: আগামী ১৫ই আগস্ট বিএনপি কী করে তা দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে এই মন্তব্য করেন তিনি।

সোমবার (১৭ মে) দুপুরে সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সেতুমন্ত্রী একথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে করোনা সংকট মোকাবিলা করে বাংলাদেশ আজ কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ৭৫ পরবর্তী বাংলাদেশে সবচেয়ে সৎ, সাহসী ও মানবিক নেতা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের বিস্ময়। আপন কর্মমহিমায় শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা, হিমাদ্রি শিখর সফলতার মূর্ত-স্মারক,উন্নয়নের কান্ডারি।

আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হিসেবে শেখ হাসিনা গত চার দশক ধরে দলকে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বঙ্গবন্ধু রাজনীতির রোল মডেল, আর উন্নয়নের রোল মডেল হিসেবে শেখ হাসিনার নাম চির ভাস্বর হয়ে থাকবেন। শেখ হাসিনার মত দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, আপোষহীন কান্ডারি হিসেবে উন্নয়নের মহাসড়ক ধরে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমুখে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই ঢাকায় আজ তরুণ প্রজন্মের মেট্রোরেল, নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন পদ্মাসেতুর কাজ এখন শেষ পর্যায়ে, সার্বিক অগ্রগতি শতকরা ৮৫ ভাগ। আগামী বছর জুনে এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, বারবার তাকে হত্যার ষড়যন্ত্র হয়েছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন। তিনি মৃত্যৃর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গেয়েছেন। এখনো ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে তিনিই উড়াতে পারেন সৃষ্টির পতাকা। তিনি পিতার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন।

শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এটা শেখ হাসিনার সাফল্যের মুকুটে যুক্ত আরও একটি সোনালী পালক।

তিনি বিএনপির মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, আজকে পত্রিকায় দেখলাম, তিনি বলেছেন— প্রতিহিংসাপরায়ণ সরকার। বেগম জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না। আমি মির্জা ফখরুল ইসলামকে বলতে চাই, প্রতিহিংসা কাকে বলে? ১২ বছর ধরে একটা বিক্ষোভ মিছিল নেত্রীর মুক্তির জন্য করতে পারেননি? দেশনেত্রী বলে মুখ দিয়ে আপনাদের ফেনা ওঠে। তার মুক্তির জন্য কি করেছেন? প্রতিহিংসা শেখ হাসিনার, শেখ হাসিনা মানবিক বলে তাকে আজকে সাজা স্থগিত করে মুক্তি দিয়েছেন, এই অর্জন আপনাদের আন্দোলনের নয়, এই অর্জন শেখ হাসিনার মানবিকতার।

অথচ ধন্যবাদ জানাতেও কুণ্ঠাবোধ করেন? প্রতিহিংসা কাকে বলে? জাতির পিতার হত্যা, অবলা নারী, অবুঝ শিশুর রক্তে ভিজে গেছে যেদিন বাংলাদেশ সেই ১৫ আগস্টে ভুয়া জন্মদিনে কেক কেটে উৎসব করেছেন, উল্লাস করেছেন। সেই তথাকথিত জন্মদিবস অবশেষে জানা গেল খালেদা জিয়ার করোনা টেস্টে, ৮ই মে তার জন্মদিবস।

কিন্তু ফখরুল সাহেব আপনারা তাকে উপদেশ দিয়েছিলেন যারা তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। প্রতিহিংসা কাকে বলে, ১৫ আগস্ট ভুয়া জন্মদিবস পালন করা! না আইনগত কারণে খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়টি— প্রশ্ন রাখেন কাদের।

তিনি বলেন, কোনটি প্রতিহিংসা? প্রতিহিংসার রাজনীতি তো আপনারাই করেছেন। এখনো করে যাচ্ছেন। আগামীবার দেখব ১৫ই আগস্টে আপনারা কী করেন?

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি সাদেক খানের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ অনেকে বক্তব্য রাখেন।

সভা পরিচালনা করেন মহানগর উত্তর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

সারাবাংলা/এনআর/এনএস

১৫ আগস্ট বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর