Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৭ মে ২০২১ ১৬:৪১

জামালপুর: মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন দুইজন। সোমবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, সরিষবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সরিষাবাড়ী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান রাজু, স্থানীয় একটি বেকারির মালিক মিন্টু মিয়া ও মাংস ব্যবসায়ী ইলিম উদ্দিন।

বিজ্ঞাপন

সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মিরন জানান, রোববার রাতে ঝড়ো হাওয়ায় মোস্তাফিজুর রহমান রাজুর বাড়ির টিনের একটি বেড়া খুলে পাশে পড়ে যায়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোস্তাফিজুর রহমান রাজু বাজার থেকে মিন্টু মিয়া ও ইলিম উদ্দিনকে ডেকে আনেন টিনের বেড়া সরানোর জন্য। এসময় উপরে ঝুলতে থাকা বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন সবাই। স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেবার সময় পথেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এসময় আহত হন সাখাওয়াত ও সুমন নামে স্থানীয় দুই ব্যক্তি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসএ

জামালপুর বিদ্যুৎস্পৃষ্টে নিহত