Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের বিচারিক ক্ষমতায় মানুষের হয়রানি আরও বাড়বে: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২১ ১৭:১৯ | আপডেট: ১৭ মে ২০২১ ২০:৩২

ঠাকুরগাঁও: করোনাকালে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পুলিশ কি করবে সেটা আমরা জানি। এতে মানুষের হয়রানি আরও বাড়বে ছাড়া কমবে না। মানুষ খেতে পায় না; অথচ সরকার বলছে ঘরের মধ্যে বসে থাকতে, এটা কেমন নীতি।’

সোমবার (১৭ মে) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় নিরপেক্ষ সরকার ছাড়া এই দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি। আর এই দুর্নীতি ও লুটপাটের জন্য জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে। এই সরকার সম্পূন্নভাবে ব্যর্থ, এখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব, রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতৃত্বের কোনো মূল্য নেই।’

বিচারিক ক্ষমতা পাচ্ছে পুলিশ, সচেতনতায় জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা

করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে ফখরুল বলেন, ‘দেশে যখন গত বছরের মার্চ মাসে প্রথম করোনা শনাক্ত হয়, তখনও সরকার কোনো সুষ্ঠু নীতি নিতে পারেনি এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য। যখন মানুষ মারা যাচ্ছে, হাসপাতালে জায়গা নেই তখন সরকার লকডাউনের ঘোষণা দেয়। সরকার সব কিছুতে দুর্নীতির চেষ্টা করে। স্বাস্থ্যখাতে যে দুর্নীতি হয়েছে তা দেশবাসী সবাই জানে। একজন ড্রাইভার দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে।’

সরকার যখন লকডাউন ঘোষণা করেছে তখন মানুষ পায়ে হেঁটে, সিএনজিতে, অটোতে করে রওয়ানা দিয়েছে। এক্ষেত্রে সরকার আগে থেকে পরিকল্পনা করলো না কেন? এটা সরকারের অজ্ঞতা, ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগের একটাই মাত্র বক্তব্য ‘এক নেইবো দ্বি না’, আমি ছাড়া আর কেউ না। এটাই হচ্ছে তাদের আদর্শ, চিন্তাভাবনা, আমরা ছাড়া আর কেউ পারবে না, বলেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি মামুন উর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ নেতাকর্মীরা।

সারাবাংলা/এমও

বিচারিক ক্ষমতা মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর