Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৭ মে ২০২১ ১৫:৩২

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের শিমরাইলে কাচঁপুর ব্রিজের নিচে অজ্ঞাত ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৭ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা এলাকার নজরুল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল আরাফাত। তারা দুজনই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ওসি মশিউর রহমান জানান, দুর্ঘটনায় পর অজ্ঞাত ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসএসএ

নারায়ণগঞ্জ নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর