Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফিলিস্তিনের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে ইসরাইল’

সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১৭ মে ২০২১ ১৫:২১ | আপডেট: ১৭ মে ২০২১ ১৫:৩৫

ঢাকা: বর্বর ইহুদিবাদী ইসরাইল মুসলিম ভূখণ্ড ফিলিস্তিনের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড বোর্ড সুফিজ’র চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল-হাসানী।

সোমবার (১৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামেন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে এ মানবন্ধন আয়োজন করে পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারি ও মইনীয় যুব ফোরাম।

বিজ্ঞাপন

আহমদ আল হাসানী বলেন, ‘মসজিদুল আল আকসাসহ ফিলিস্তিনি ভূখণ্ডে একের পর এক হামলা করে মুসলমানদের বিরুদ্ধে ইহুদিবাদী রাষ্ট্র ক্রুসেড ঘোষণা করেছে। বর্বর ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ক্ষান্ত হচ্ছে না, এরা ফিলিস্তিনি ভূখণ্ডে পোড়ামাটি নীতি গ্রহণ করেছে।’

কট্টর বর্বর ইহুদিবাদী অবৈধ দেশ ইসরাইলকে স্বাধীন ফিলিস্তিন দেশ থেকে তাড়িয়ে দিতে মুসলিম বিশ্ব, জাতিসংঘ, আরব লিগ ও ওআইসিকে জরুরি বৈঠকে বসে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আহমদ আল হাসানী।

তিনি বলেন, ‘মোড়ল শক্তিধর দেশগুলোর ইন্ধনে ও প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ইসরাইল। ওরা রোজার মাসে ইফতারের সময় এমনকি ঈদুল ফিতরের দিনও মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলা চালিয়েছে। বিশ্ব যখন করোনা মহামারিতে বিপর্যস্ত, ঠিক সেই সময় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। তাদের হামলা থেকে গণমাধ্যকর্মীরাও রক্ষা পাচ্ছে না।’

এ হামলাকে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে আহমদ আল হাসানী বলেন, ‘স্বাধীন ফিলিস্তিনের ওপর রাসায়নিক গ্যাস নিক্ষেপ করে নির্বিচারে মানুষ হত্যা করছে। এ অবস্থা থেকে উত্তরণে জাতিসংঘসহ বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো সক্রিয় না হলে ইসরাইল আরও ভয়ংকর হয়ে উঠবে।’

বিজ্ঞাপন

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মইনীয়া যুব ফোরামের সভাপতি সৈয়দ মেহবুব এ মইনুদ্দীন আল হাসানী, কার্যকরী সভাপতি সৈয়দ মাশুক এ মইনুদ্দীন আল হাসানী,  মইনীয় ওলামা মাশায়েখ ফোরামের সাধারণ সম্পাদক মুফতি বাকি বিল্লাহ আল আজহারি, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়ার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জালালুদ্দিন মাইজভান্ডারি, প্রচার সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, সহপ্রচার সম্পাদক ইব্রাহীম মিয়াসহ অন্যরা।

সারাবাংলা/এইচআর/এজেড/টিআর

ইসরায়েলি হামলা পার্লামেন্ট অব ওয়ার্ল্ড বোর্ড সুফিজ ফিলিস্তিনের ওপর হামলা শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল-হাসানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর