ট্রাকে পিকআপের ধাক্কা, একই পরিবারের ৩ জনের মৃত্যু
১৭ মে ২০২১ ১৩:২৮ | আপডেট: ১৭ মে ২০২১ ১৩:২৯
ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে বেগুন বোঝাই একটি পিকআপ অতিরিক্ত গতির কারণে সামনে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যায়। মৃতদের মধ্যে রয়েছেনঃ শেরপুরের বাঘের চর গ্রামের আমানুল্লাহ (৩৬), তার বোন নাজমা খাতুন (৩২) এবং নাজমা খাতুনের মেয়ে লালমনি (৭)।
এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন সারাবাংলাকে জানান, একই পরিবারের তিনজনকে নিয়ে বেগুনবোঝাই পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। রাত দেড়টার দিকে রায়মনিতে এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আর চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, খবর পেয়ে নিহত আমানউল্লাহর চাচা আশারফ মিয়া ত্রিশাল থানায় পৌঁছেছেন। তিনি জানান, মৃত আমানউল্লাহ ঢাকায় সবজির ব্যবসা করতেন, আর মৃত নাজমা খাতুন বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। তারা ঈদে শেরপুরে নিজ বাড়িতে গিয়েছিলেন। রাতে ঢাকায় ফেরার কথা ছিল তাদের।
সারাবাংলা/একেএম