Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মন্ত্রীসহ ৪ তৃণমূল নেতা সিবিআই’র হাতে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২১ ১১:৫৯ | আপডেট: ১৭ মে ২০২১ ১৫:৩১

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম, প্রতিমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী মদন মিত্র ও তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

সোমবার (১৭ মে) সকালে অ্যারেস্ট মেমোতে সই করিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়ছে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা। ধারণা করা হচ্ছে, নারদা কেলেঙ্কারি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখড় ওই চারজনের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমোদন দেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের আগে ব্যবসায়ীর ছদ্মবেশে কলকাতায় আসেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। পশ্চিমবঙ্গে ব্যবসা করতে ইচ্ছুক জানিয়ে তৃণমূলের প্রভাবশালী কয়েকজনের সঙ্গে দেখা করেন তিনি। সুযোগ-সুবিধা পাওয়ার আশায় নির্বাচনের আগে তাদের হাতে টাকা তুলে দেন এবং সেই লেনদেনের ছবি লুকিয়ে তুলে নেন মোবাইলের ক্যামেরায়।

পরে, ২০১৬ সালে নারদা ডট কম নামের একটি নিউজ পোর্টাল তৃণমূল কংগ্রেসের কয়েকজন শীর্ষ স্থানীয় নেতা, মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ করে। এই ঘটনায় সে সময় ভারতজুড়ে তোলপাড় শুরু হয়।

সারাবাংলা/একেএম

গ্রেফতার টপ নিউজ তৃণমূল কংগ্রেস নারদা কেলেঙ্কারি পশ্চিমবঙ্গ সিবিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর