Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: কবি জয় গোস্বামী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২১ ১১:০৩ | আপডেট: ১৭ মে ২০২১ ১৪:৩৮

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আধুনিক বাংলা কবিতার অন্যতম দিকপাল কবি জয় গোস্বামী।

রোববার (১৬ মে) নমুনা পরীক্ষায় তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার পত্রিকা।

এর আগে, জ্বরসহ নানান উপসর্গ দেখা দেওয়ায় দুপুরে তার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়।

সঙ্গেসঙ্গেই, কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে রাতে পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। জয়ের স্ত্রী কাবেরী গোস্বামীরও করোনা আক্রান্ত হওয়ার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। ঝুঁকি না নিয়ে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, ৬৬ বছর বয়সী জয় গোস্বামীর অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

এ ব্যাপারে কবির মেয়ে দেবত্রী গোস্বামী আনন্দবাজার পত্রিকাকে বলেন, তার বাবা ও মায়ের অক্সিজেনের মাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, জয় গোস্বামী ১৩ বছর বয়স থেকে কবিতা লিখছেন। ১৯ বছর বয়সে তার প্রথম কবিতা ছাপা হয়। ৩৮ বছর বয়সে প্রথম কবিতার বই বের হয়। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ৩৫টি।

সারাবাংলা/একেএম

কোভিড-১৯ জয় গোস্বামী নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর