শেড নির্মাণে বিএসএফের বাধা, হিলিতে আমদানি-রফতানি বন্ধ
১৬ মে ২০২১ ১৭:৫২ | আপডেট: ১৭ মে ২০২১ ০৯:০৯
হিলি (জয়পুরহাট): হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় পাসপোর্ট যাত্রীদের জন্য অস্থায়ী শেড নির্মাণের কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রতিবাদে আমদানি-রফতানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন বাংলাদেশের হিলির ব্যবসায়ীরা।
রবিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টা থেকে আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হয়।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল আজিজ জানান, হিলি সীমান্ত এলাকা ঘনবসতিপূর্ণ। এ কারণে স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় পাসপোর্ট যাত্রীদের জন্য একটি অস্থায়ী শেড নির্মাণের কাজ আমরা শুরু করেছিলাম।
তিনি বলেন, বিকেলের দিকে বিএসএফের পক্ষ থেকে হঠাৎ কাজে বাধা দেওয়া হয়। তাদের চিঠি দিয়ে ও বারবার আলোচনা করেও কোনো সুরাহা হয়নি। এ কারণেই আমাদের পক্ষ থেকে আমদানি-রফতানি থেকে শুরু সব ধরনের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ঈদুল ফিতর উপলক্ষে তিন দিন বন্ধ থাকার পর রোববারই হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছিল।
মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ঊৎসব উপলক্ষে গত ১৩, ১৪ ও ১৫ মে বন্ধ ছিল আমদানি-রফতানি কার্যক্রম। রোববার সকাল ১১টায় ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
সারাবাংলা/একে