Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের দাওয়াতে শ্বশুর বাড়ি গিয়ে জামাইয়ের সলিল সমাধি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২১ ০৮:৩৯ | আপডেট: ১৭ মে ২০২১ ০৮:৫১

ফাইল ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে ঈদের দাওয়াতে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে জামাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (১৬ মে) তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের পুরান বারুঙ্কা গ্রামে এ ঘটনা ঘটে। জামাই সাব্বির হাসান ওরফে বিকছান (৪০) একই উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মৃত নিধান আলীর প্রথম ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রোববার দুপুর ২টার দিকে জামাই সাব্বির হোসেন পুরান বারুঙ্কা গ্রামের রক্তি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। অনেকক্ষণ খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান না পাওয়া যায়নি। পরে বিকেল ৫টার দিকে বিশ্বম্ভপুর উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, রক্তি নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জেনেছি।

সারাবাংলা/টিআর

পানিতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর