বুড়িমারীতে ভারত থেকে আসা ৩ শিক্ষার্থীর করোনা শনাক্ত
১৭ মে ২০২১ ০২:০৫ | আপডেট: ১৭ মে ২০২১ ১১:১৯
লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের একটি আবাসিক হোটেলে কোয়ারেনটাইনে থাকা ৪৪ শিক্ষার্থীর মধ্যে ২৬ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এই শিক্ষার্থীদের সবাই ভারত থেকে এসেছে।
রোববার (১৬ মে) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সাইফুল ইসলাম জানান, নমুনা পরীক্ষা করা বাকি ২৩ শিক্ষার্থীর রেজাল্ট নেগেটিভ আসায় তাদের বিকেলে কোয়ারেনটাইন মুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, বুড়িমারী বন্দরে আবাসিক হোটেলে কোয়ারেনটাইনে থাকা আরও ১৮ শিক্ষার্থীর নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে ফলাফল এলে তাদের অবস্থা জানা যাবে।
তিনি বলেন, ‘করোনা পজিটিভ হওয়া তিন শিক্ষার্থীর ভাইরাসের ভ্যারিয়েন্ট জানার জন্য আজ বিকেলে তাদের নমুনা ঢাকার আইসিডিডিআর’বিতে পাঠানো হয়েছে। যেহেতু এসব শিক্ষার্থী ভারত থেকে এসেছেন, সেজন্য এটি আমাদের কাছে উদ্বেগের বিষয়। যদি তাদের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়, তাহলে এটা আমাদের জন্য হুমকি হবে।’
ডা. সাইফুল জানান, করোনা পজিটিভ তিন শিক্ষার্থীকে বুড়িমারীর একটি আবাসিক হোটেলে কোয়ারেনটাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের তিনজনকে স্বাস্থ্যকর্মী ও পুলিশ নজরদারিতে রেখেছে।
জানা যায়, ভারত থেকে আসা এসব শিক্ষার্থীদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তারা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরের বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। ঈদ উদযাপনের জন্য বিশেষ অনুমতি সাপেক্ষে বুড়িমারী কাস্টমস চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে এলে সরকারি নির্দেশনা অনুসারে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে নেওয়া হয়।
সারাবাংলা/পিটিএম