Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার আ.লীগে থাকার ঘোষণা দিলেন কাদের মির্জা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২১ ২৩:১৪

নোয়াখালী: আওয়ামী লীগেই থাকার ঘোষণা দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই।

তিনি বলেন, ‘আমি তো আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। তবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে, তারা আমার পদত্যাগ পত্র গ্রহণ করেনি। তাই আমি আওয়ামী লীগে আছি, আওয়ামী লীগে থাকব।’

রোববার (১৬ মে) বিকালে বসুরহাট পৌরসভা হলরুমে কাদের মির্জা অনুসারী কোম্পানিগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান।

কাদের মির্জা বলেন, ‘আমি কোনো পদ-পদবিতে থাকবো না। আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে কাজ করব। আমি কোনো জনপ্রতিনিধি নির্বাচনে অংশ গ্রহণ করবো না। আজ দৃঢ়তার সঙ্গে আমি ঘোষণা করছি আগামীতে কোনো নির্বাচনে আমি অংশগ্রহণ করবো না। এটা থেকে কেউ কখনও আমাকে সরাতে পারবে না।’

‘আমি দলের ছায়া তলে নতুন করে এসেছি’ বলেনও এসময় তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিনসহ অন্যরা।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ কাদের মির্জা ঘোষণা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর