Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণীকে ধর্ষণের চেষ্টা, ইসলামী ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২১ ২০:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি আবাসিক হোটেল থেকে বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও পরে প্রতারণা করে বিয়ে করেননি ব্যাংক কর্মকর্তা। প্রেমের সম্পর্কের সময় দু’জনের একসঙ্গে তোলা ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে হোটেলে ডেকে নিয়েছিল সে।

রোববার (১৬ মে) নগরীর কোতোয়ালী থানার নিউ মদিনা আবাসিক হোটেল থেকে ওই ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার শামছুল হুদা জিকু (২৬) ইসলামী ব্যাংকের বগুড়ার কাহালু উপজেলা শাখায় অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত। চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের তার বাড়ি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, ঘটনার শিকার তরুণীর বাবা-মা নেই। তাকে দত্তক নেওয়া বাবা-মার ঘরে তিনি বড় হন। ২০১৮ সালের জিকুর সঙ্গে তরুণীর পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রসঙ্গ যখন আসে, তখন জিকু জানায়, চাকরি পাওয়ার পর বিয়ে করবেন। গত বছর তিনি ইসলামী ব্যাংকে যোগ দেন।

তরুণীর অভিযোগের ভিত্তিতে ওসি নেজাম বলেন, ‘চাকরি পাওয়ার পর জিকু উল্টে যায়। বিয়ের জন্য তরুণীকে নানা ধরনের প্রতারণামূলক শর্ত দিতে থাকে। শর্তগুলোর মধ্যে আছে, ওই তরুণীকে বিয়ে করে বগুড়া রাখলেও, চট্টগ্রামে পরিবারের পছন্দে সে আরেকটি বিয়ে করবে। আর বিয়ের বিষয়টি ওই তরুণী প্রকাশ করতে পারবে না। জিকুর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তরুণী সরে যান। গত মার্চে তার বিয়ে হয়। এরপর তরুণীন বিয়ের কথা জানতে পেরে সঙ্গে যোগাযোগ করে জিকু।’

বিজ্ঞাপন

‘তরুণীকে নিয়মিত তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য চাপ দেয়। অন্যথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’জনের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এসব স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজনের কাছে পাঠানোর হুমকি দেয়। কয়েকদিন আগে ভুক্তভোগী তরুণী থানায় এসে আমাদের কাছে মৌখিক অভিযোগ দেয়।’

গত বৃহস্পতিবার জিকু ওই তরুণীকে ইমোতে ম্যাসেজ দিয়ে আজ (রোববার) দেখা করতে বলে জানিয়ে ওসি বলেন, ‘জিকুর কথায় তরুণী প্রথমে রাজি হননি। কিন্তু আবারও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির পর তিনি কোতোয়ালীর মোড়ে আসে ছবি ফেরত নিতে। এসময় জিকু তাকে নিউ মেঘনা হোটেলে বসে কিছুক্ষণ কথা বলে ছবি ফেরত দেয়ার কথা জানায়। তাতে রাজি হয়ে ওই তরুণী সেখানে গেলে ধর্ষণের চেষ্টা চালায় জিকু।’

এসময় তরুণীর চিৎকারে হোটেলের কর্মচারিরা গিয়ে জিকুকে বাধা দেয় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে বলে জানান ওসি নেজাম।

সারাবাংলা/আরডি/এমও

গ্রেফতার টপ নিউজ ধর্ষণের চেষ্টা

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর