Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার মানুষের কথা বলার স্বাধীনতাকে শূন্যের কোঠায় নামিয়েছে’


১৬ মে ২০২১ ১৯:২২ | আপডেট: ১৬ মে ২০২১ ১৯:২৪

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ডিজিটাল সিকিউরিটি আইন দিয়ে মানুষের কথা বলার স্বাধীনতাকে শূন্যের কোঠায় নামিয়েছে। এখন যেকোনো সাংবাদিক লিখলে সরকার যদি মনে করে সংবাদটি তাদের বিপক্ষে যায়, তাহলে সেই সাংবাদিকে বিভিন্ন মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়।

রোববার (১৬ মে) বিকেলে ঠাকুরগাঁও শহরের আশ্রম পাড়ায় হাওলাদার কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিশু থেকে শুরু করে গৃহবধূদের পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার আইন-আদালত দুটোকেই নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আজকে দেশে যে ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে তা থেকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। দেশে রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছেন।

তিনি জাতীয়তাবাদী আইনজীবীদের উদ্দেশ্যে বলেন,আমি বলি না বিএনপির পক্ষে কাজ করবেন, আপনারা আইনের শাসনের পক্ষে কাজ করবেন। আপনারা আইনের শাসনের পক্ষে দাঁড়ান, আপনারা সুশাসনের পক্ষে দাঁড়ান, আপনারা গণতন্ত্রের পক্ষে দাঁড়ান। আপনারা এগিয়ে আসলে জনগণ এগিয়ে আসবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করার ক্ষেত্রে বাধানিষেধ না থাকা সত্ত্বেও অনুমতি দেয়নি সরকার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম ও অন্যরা।

টপ নিউজ ঠাকুরগাঁও মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর