Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়ার নেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২১ ১৭:০৫

বরিশাল: ঈদ শেষে ব‌রিশাল থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। পথে পথে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। লঞ্চ বন্ধ থাকায় বাসের ওপর চাপ প‌ড়ে‌ছে। একইসঙ্গে মানু‌ষের কাছ থে‌কে বে‌শি ভাড়া নেওয়ার অভি‌যোগও উঠে‌ছে।

নগরীর নথুল্লাবাদ বাস টা‌র্মিনাল এবং রূপাতলী বাস টা‌র্মিনাল এলাকায় রোববার (১৬ মে) সকাল ১০টা থে‌কে যাত্রী‌দের চা‌পে পরিপূর্ণ হ‌য়ে যায়। সিএন‌জি, অটোরিক্সা এবং মাই‌ক্রোবা‌সে দু’টি বাস টা‌র্মিনাল এলাকা‌য় যানজটের সৃ‌ষ্টি হয়।

বিজ্ঞাপন

যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকায় সড়ক প‌থের ওপর চাপ প‌ড়ে‌ছে। ঈদ শে‌ষে ব‌রিশাল ও পার্শ্ববর্তী উপকূলীয় এলাকার মানুষ একযোগে রাজধানীমুখী হচ্ছে। প্রয়োজনের তুলনায় যানবাহ‌নের সংখ্যা কম থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। একই সঙ্গে নৌযান চলাচল শুরু করারও দাবি জা‌নি‌য়ে‌ছেন তারা।

ছত্তার জমাদ্দার ও হালিম তালুকদার নামে দু’জন যাত্রী জানান, ব‌রিশাল থে‌কে মাওয়ার পথে দ্বিগুণ-তিনগুণ ভাড়া নেওয়া হচ্ছে।

মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ট্রা‌ফিক পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র জানান, এখনও বেশি ভাড়া নেওয়ার কোনো অভি‌যোগ পাওয়া যায়নি। অভিযোগ পে‌লে অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

নৌযান চলাচল নৌযান চলাচল বন্ধ বেশি ভাড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর