Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগরীতে গণপরিবহনে যাত্রী কম

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মে ২০২১ ১৪:২১ | আপডেট: ১৬ মে ২০২১ ১৬:২৮

ঢাকা: ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে রাজধানীর গণপরিবহনে যাত্রী নেই। প্রায় প্রতিটি বাসই বিভিন্ন স্টপে যাত্রীর অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে। সিট ফাঁকা রেখেই তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। একই অবস্থা সিএনজি ও মোটরসাইকেলের। ফাঁকা নগরীতে যাত্রীর অপেক্ষায় বিভিন্ন মোড়ে তারা অলস সময় পার করছেন।

রোববার (১৬ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে পরিবহণ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। বাসের চালক ও সহকারীরা বলছেন, যাত্রী একেবারেই নেই। অর্ধেক যাত্রীও পাওয়া যাচ্ছে না। কারণ ঢাকা এখনো ফাঁকা।

বিজ্ঞাপন

মহাখালীতে কথা হলে রইছ পরিবহনের চালক মুন্না বলেন, একেবারেই যাত্রী নেই। ঈদের পর মানুষ এখনো গ্রাম থেকে আসেনি। বৈশাখী পরিবহনের চালক বাশার সারাবাংলাকে বলেন, ঈদের পর অফিস খুললেও বাসে যাত্রী নেই। সকাল থেকে এক ট্রিপ দিয়েছি। অর্ধেক যাত্রীও পাইনি।

দেওয়ান পরিবহনের চালক আব্দুল কাদের বলেন, সকাল থেকে এক ট্রিপ মেরেছি। সাধারণত এক ট্রিপে ভাড়া আসে দুই হাজার ২০০ টাকা। সকালের ট্রিপে এসেছে মাত্র এক হাজার ৩০০ টাকা। যাত্রী একেবারেই নেই। একেক স্টপে চার থেকে পাঁচজন করেও যাত্রী পাচ্ছি না।

বলাকা পরিবহনের হেল্পার বসির ও চালক স্বপন জানান, অন্য সময়ের তুলনায় তারাও অর্ধেক ভাড়া মারতে পারছে না। যাত্রী সংকটে ভুগছে তারা।

এদিকে ফার্মগেটে কথা হলে বিহঙ্গ ও শিকড়সহ আরও কয়েকটি বাসের চালকরা একই রকম তথ্য জানিয়েছেন। বিহঙ্গ বাসে কথা হলে ফার্মগেটের বাসিন্দা সোহেল বলেন, প্রেসক্লাব এলাকায় একটু কাজ আছে। তাই বের হয়েছি। বাস ফাঁকাই আছে। শেওড়াপাড়ায় কথা হলে নাসিফ বলেন, মিরপুর যাবো। বসের জন্যে অপেক্ষা করছি। ঈদের পর হওয়ায় বাস ফাঁকাই।

বিজ্ঞাপন

এদিকে, শেওড়াপাড়ায় যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজি চালক খলিল বলেন, সাধারণ দিনে দেড় হাজার টাকা ভাড়া মারা যায়। সকাল থেকে এখন পর্যন্ত মাত্র ৫০০ টাকা ভাড়া মেরেছি। রাস্তায় যাত্রী কম। ফার্মগেটে কথা হলে সিএনজি চালক শেখ রশিদও একই রকম কথা বলেন।

মোটরসাইলেকে ভাড়া মারেন এমন কয়েকজন চালককে মহাখালীতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা গেছে। রাস্তায় সাধারণ মানুষকে দেখলেই তার গন্তব্য জানতে চাচ্ছেন। দরদাম ফুরিয়ে কেউ কেউ যাত্রীও পাচ্ছেন। তাদেরই একজন কালাম সারাবাংলাকে বলেন, অন্য দিন দিনে এক হাজার টাকা ভাড়া মারতে পারি। আজ (রোববার) সকাল থেকে ৩০০ টাকা ভাড়া মেরেছি। মানুষ তো এখনো গ্রামে। তাই যাত্রী পাচ্ছি না।

সারাবাংলা/ইএইচটি/এনএস

ঈদুল ফিতর গণপরিবহনে যাত্রী কম রাজধানী ঢাকা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর