Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবর্ণচরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৬ মে ২০২১ ১২:৩৭

প্রতীকী ছবি

নোয়াখালী: সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. জাফর আহমদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খাসেরহাট সড়কের চরবাটা লাইট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত মো. জাফর আহমদ ২ নম্বর চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাফর মিয়া স্থানীয় খাসেরহাট বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে বাড়ির কাছাকাছি এসে নামেন। এসময় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি জানান, এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

নোয়াখালী সুবর্ণচর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর