Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে করোনায় মৃত্যু ২ লাখ ৭০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২১ ১২:১৯ | আপডেট: ১৬ মে ২০২১ ১৬:৩০

মাস গড়ালেও ভারতের করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। এখনো দৈনিক সংক্রমণ তিন লাখ ও মৃত্যু চার হাজারের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় চার হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। এতে করে মোট মৃতের সংখ্যা দুই লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। আর একদিনে শনাক্তের সংখ্যা তিন লাখ ১১ হাজার ছাড়িয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় মোট ১৮ লাখ ৩২ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, রোববার (১৬ মে) করোনায় নতুন করে চার হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দুই লাখ ৭০ হাজার ২৮৪ জনে দাঁড়িয়েছে। আর একদিনে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন তিন লাখ ১১ হাজার ১৭০ জন। এতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে।

তবে আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে। এ দিন তিন লাখ ৬২ হাজার ৪৩৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। ফলে এখন পর্যন্ত দুই কোটি সাত লাখ ৯৫ হাজার ৩৩৫ জন সুস্থ হয়েছেন।

এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় ১৭ লাখ ৬২ হাজার ৫৮৫ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। ফলে এখন পর্যন্ত ১৮ কোটি ২২ লাখ ২০ হাজার ১৬৪ ভারতীয়কে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস কোভিড-১৯ ভারত মৃত্যু শনাক্ত

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর