Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইসরায়েলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২১ ১২:১৩

জি এম কাদের

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ। এছাড়াও, ইসরায়েলের দানবীয় বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৬ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন শত শত নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। মারাত্মকভাবে আহত হচ্ছেন আরও হাজারো মানুষ। ফিলিস্তিনিদের বাড়িঘর ধংসস্তুপে পরিনত হচ্ছে। ইসরায়েলের বিমান হামলায় আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস পর্যন্ত রেহাই পায়নি। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা সম্পূর্ণ মানবতাবিরোধী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জাতিসংঘের নেতৃত্বে ইসরাইলকে নিবৃত্ত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

ইসরায়েলি হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদের টপ নিউজ ফিলিস্তিন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর