শিমুলিয়া ঘাটে রাজধানীমুখী ভিড়
১৬ মে ২০২১ ১১:৩৬ | আপডেট: ১৬ মে ২০২১ ১৪:২৫
মুন্সীগঞ্জ: দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া প্রান্তে রাজধানীমুখী ঈদফেরত যাত্রীদের ভিড় দেখা গেছে।
রোববার (১৬ মে) সকালে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে যানবাহনের চেয়ে যাত্রীদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। পাশাপাশি রাজধানী থেকেও কিছু যাত্রীকে দক্ষিণাঞ্চলের দিকে যাত্রা করতে দেখা গেছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম সারাবাংলাকে জানান, সকাল থেকে এই নৌ রুটে ১৭ ফেরি চলাচল করছে। প্রত্যেক ফেরিতে বিপুল পরিমাণ যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। তবে অন্যান্য নৌ যান বন্ধ থাকায় বাংলাবাজার ঘাট থেকে কর্মস্থলে ফিরতে চাওয়া যাত্রীদের ভিড় বেশি লক্ষ করা গেছে।
শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, ঘাট এলাকায় বর্তমানে পারাপারের অপেক্ষায় ছোট-বড় মিলিয়ে অল্পসংখ্যক যানবাহন রয়েছে। তবে পর্যাপ্ত ফেরি রয়েছে। তাই কোন যানবাহন কিংবা যাত্রীদের শিমুলিয়া প্রান্তে এসে অপেক্ষায় থাকতে হচ্ছে না। তারা বিভিন্নভাবে ভেঙ্গে ভেঙ্গে এলেও নির্বিঘ্নে ফেরি পার হয়ে বাংলাবাজার যেতে পারছে। পাশাপাশি বাংলাবাজার থেকে যারা আসছে তার গণপরিবহন বন্ধ থাকার কারণে ছোট ছোট যানবাহন যোগে স্ব-স্ব গন্তব্যে চলে যাচ্ছেন অনায়াসে।
সারাবাংলা/একেএম