Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শনা দিয়ে আজ থেকে যাত্রী আসবে

ডিস্ট্রিক্ট করেস্পন্ডেন্ট
১৬ মে ২০২১ ০৯:৪৪ | আপডেট: ১৬ মে ২০২১ ০৯:৪৯

চুয়াডাঙ্গা: জেলার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা প্রবেশ করবে রোববার (১৬ মে)। তাদের কোয়ারেনটাইন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ মে) দুপুরে কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা এ.এস.এম. মারুফ হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন পারভীন।

বিজ্ঞাপন

সভায় ভারত থেকে আসা নাগকিরদের কোয়ারেনটাইন নিশ্চিতকরণ, করোনা পরীক্ষা, আবাসনসহ প্রয়োজনীয় বিষয়ে আলোচনা হয়।

এর আগে, করোনা সংক্রমণের গতি বাড়লে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। সে সময়, বাংলাদেশের অনেক নাগরিক চিকিৎসাসহ অন্য প্রয়োজনীয় কাজে ভারতে অবস্থান করছিলেন। তারা সেখানে আটকা পড়েন। তাদের দেশে ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়া হয়।

অনুমতি পাওয়া নাগরিকরা রোবার সকাল থেকে ভারতের গেদে হয়ে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করতে পারবেন। তাদের র‌্যাপিড কিটসের মাধ্যমে করোনা পরীক্ষা করা হবে। পরে প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেনটাইন নিশ্চিত করতে প্রথম দিনে পাঠানো হবে চুয়াডাঙ্গা নার্সিং ইনিষ্টিটিউটের হোস্টেলে।

এ ব্যাপারে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সারাবাংলাকে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া আছে। ভারত থেকে আগতদের পর্যবেক্ষণে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্ট যেন কোনোভাবেই ছড়িয়ে পড়তে না পারে, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

কোভিড-১৯ চুয়াডাঙ্গা টপ নিউজ নভেল করোনাভাইরাস ভারতফেরত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর