Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে বাড়ছে গাড়ি, বেপরোয়া ৩ চাকার যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২১ ১৭:৪৪

সিরাজগঞ্জ: জেলার ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক সকালের দিকে ফাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গাড়ি। চলতে দেখা গেছে দূরপাল্লার বাসও। কিন্তু মহাসড়কে তিন চাকার যানের বেপরোয়া চলাচলে বাড়ছে ঝুঁকি। একইসঙ্গে ঢাকাগামী যাত্রীদেরও গুনতে হচ্ছে চার থেকে পাঁচগুণ অধিক ভাড়া। তবে বিষয়টি দেখার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

শনিবার (১৫ মে) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিরাজগঞ্জের মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম হতে হাটিকুমরুল গোলচত্বর থেকে কড্ডা, নলকা, ঢাকা-রাজশাহী মহাসড়ক ও ঢাক-বগুড়া মহাসড়ক ঘুরে দেখা গেছে, সকালের দিকে রাস্তা অনেকটা ফাঁকা থাকলেও বেলা ১১টার দিক থেকে বাড়তে শুরু করেছে গাড়ি। মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক, আন্তঃজেলা পরিবহনের পাশাপাশি মহাসড়কে চলতে দেখা গেছে দূরপাল্লার বাসও। তার চেয়েও ভয়াবহভাবে মহাসড়কে বেপরোয়াভাবে চলাচল করতে দেখা গেছে তিন চাকার, সিএনজি অটোরিকশা, অটোভ্যান ও নসিমন। যা ঈদ পরবর্তী মহাসড়কে বড় দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিএনজি অটোরিকশার অযাচিত ওভারটেকিং ও বেপরোয়া গতিতে চলাচল দেখা যাচ্ছে চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

ইউসুফ আলী নামে এক গার্মেন্টস কর্মী ঢাকা যাবার উদ্দেশে পরিবার নিয়ে দাঁড়িয়ে আছেন হাটিকুমরুল গোলচত্বর এলাকায়। তিনি বলেন, এখান থেকে সারাবছর যাতায়াত করি সর্বোচ্চ ১০০ থেকে ১৫০ টাকা ভাড়া দিয়ে আর এখন ৫০০ থেকে ৭০০ টাকা চাওয়া হচ্ছে। তাই ট্রাকের জন্য অপেক্ষা করছি।

হাটিকুমরুল হাইওয়ে থানার সামনেই নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দূরপাল্লার বাসের সুপারভাইজার বলেন, দূরপাল্লার বাস চলাচলের অনুমতি আছে কি না জানিনা। তবে চলছি কিন্তু বাধা পাইনি কোথাও। ঢাকার মধ্যে ঢোকা যাবে না জানিয়ে তিনি আরও বলেন, আমরা এখান থেকে ৫০০ টাকা করে বাইপাইল পর্যন্ত যাত্রী নিচ্ছি। ওখান থেকেই আবার যাত্রী নিয়ে ফিরবো।

বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, সকাল থেকে মহাসড়ক ফাঁকাই ছিল তবে ঘণ্টাখানেক হলো গাড়ি বাড়তে দেখা গেছে।

মহাসড়কে তিন চাকার দৌরাত্ম্যের বিষয়টি তিনি স্বীকার করে বলেন, আমরা এটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে ফাঁকা মহাসড়ক পাওয়ায় অনেকেই আমাদের চোখ ফাঁকি দিয়ে চলাচল করছে।

মহাসড়কের কড্ডা এলাকা থেকে ট্রাফিক পরিদর্শক মো. আব্দুল গণি বলেন, মহাসড়কে যান চলাচল বেড়েছে তবে কোনো যানজট নেই। আর এই এলাকায় কোনো তিন চাকার পরিবহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।

সারাবাংলা/এনএস

টপ নিউজ ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক তিন চাকার যান সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর