চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
১৫ মে ২০২১ ১২:৫২ | আপডেট: ১৫ মে ২০২১ ২৩:৫১
চাঁপাইনবাবগঞ্জ: নাচোল উপজেলায় ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। শনিবার (১৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধানসুরা-নওগাঁ সড়কের ধানসুরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রামের বাসিন্দা মো. লিটন (৩৫), মো. রেজাউল করিম (৩৮) ও আব্দুল মালেক (৪০)।
এ ঘটনায় আহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের তসিকুল, আলাউদ্দিন, তাহারুল, শফিকুল, বুলবুল ও সাইদুর।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোমস্তাপুর উপজেলার আড্ডা থেকে নাচোলের দিকে আসা একটি ধানভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ওপরে থাকা তিন ধান কাটার শ্রমিক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন ছয় শ্রমিক।
ওসি জানান, আহতদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসএ