Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা মহাখালীতে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২১ ০৮:৫৩ | আপডেট: ১৫ মে ২০২১ ১৪:৫৮

ঢাকা: ঈদের রাতে ফাঁকা রাস্তায় প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তিনটি মোটরসাইকেল। রাজধানীর মহাখালীর নাবিস্কো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৪ মে) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান।

বিজ্ঞাপন

আহতরা হলেন, সুজন (২০) ও হাসান (২২)। তারা মহাখালীর টিবি গেট এলাকার বাসিন্দা।

এএসআই আবদুল খান সারাবাংলাকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে চিকিৎসার জন্য আনা হয়েছে। এর মাঝে সুজন ও হাসানের বাসা মহাখালীর টিবি গেট এলাকায়। তাদের দুজনেরই মাথায় আঘাত লেগেছে। এদের মধ্যে হাসানের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

হাসান ও সুজন দুজনেই মোটর গ্যারেজে কাজ করতো বলেও জানান আবদুল খান।

এদিকে নাবিস্কো এলাকায় দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে মহাখালী থেকে মগবাজার যাওয়ার রাস্তায় তিনটি দ্রুতগামী মোটরসাইকেল একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় ছিল। নাবিস্কো এলাকায় আসার পরে বলাকার একটি বাস পাশে থাকায় তিনটি বাইকই একসঙ্গে সেটি ক্রস করার চেষ্টা করে। আর তখন বাইকগুলো একে অপরের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও বাইকে থাকা যাত্রীরা ছিটকে পড়ে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও আয়েশা মেমোরিয়াল হাসপাতালেও নেওয়া হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সারাবাংলা/এসবি/এসএসএ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর