Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবি-বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়

লোকাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২১ ১৫:২৭ | আপডেট: ১৪ মে ২০২১ ১৫:৩০

হিলি (দিনাজপুর): ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছে। শুক্রবার (১৪ মে) সকাল ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তে শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় বিএসএফ’র হিলি ক্যাম্প কমান্ডার সতিশ শিং বিজিবির হিলি আইসিপি চেকপোষ্ট কমান্ডার ইয়াসিন আলীর নিকট বাহিনীর পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানায় বিজিবি। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখে যেন দুই বাহিনী তাদের দায়িত্ব পালন করতে পারে, সে লক্ষ্যে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকি। এই ধরনের রেওয়াজ হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে।

সারাবাংলা/এনএস

ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় বিএসএফ বিজিবি মিষ্টি উপহার হিলি সীমান্ত

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর