Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় শেখ এগ্রো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২১ ১৩:০৩ | আপডেট: ১৪ মে ২০২১ ১৩:১০

নেত্রকোনা: সদর উপজেলায় শেখ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে ৮০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটিতে কর্মরত ১০৮ জন শ্রমিককে ঈদ উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ মে) জেলা শহরের বারহাট্টা রোড এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার হিসেবে একটি করে পাঞ্জাবি ও শাড়ি এবং ১০টি পণ্য সামগ্রী দিয়ে তৈরি ঈদ বাজারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

শেখ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বন্ধুপ্রতীম সংস্থা হিমোগ্লোবিন ফাউন্ডেশন এই উপহার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করে।

শেখ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার শেখ সাদাফ বলেন, আমরা চেয়েছি সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে। আমাদের এই প্রতিষ্ঠান যেন হালাল রুজি উপার্জনের মাধ্যমে নেত্রকোনার নামকে দেশের বুকে উজ্জ্বল করে এবং জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারে তার জন্য সকলের কাছে দোয়া চাই।

সারাবাংলা/এসএসএ

ঈদ উপহার নেত্রকোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর