ঈদ উৎসব দেশে দেশে [ছবি]
১৩ মে ২০২১ ২৩:৫৪ | আপডেট: ১৪ মে ২০২১ ১৩:০৬
বিশ্বের বিভিন্ন দেশে বৃহস্পতিবার (১৩ মে) ঈদ উদযাপিত হয়েছে। করোনাভাইরাস মহামারির মধ্যে গতবারের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে ও নানা নিষেধাজ্ঞার মধ্যে ঈদ উদযাপিত হচ্ছে এসব দেশে। মহামারির শুরুর পর এ নিয়ে তিনটি ঈদ উদাযাপন করেছে মুসলিমরা।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, ইরান, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ঈদ উদযাপন করা হচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, পাকিস্তানেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হয়েছে। অস্ট্রেলিয়া, নিজিল্যান্ড ও আফ্রিকার কিছু দেশেও আজ ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞের মাঝে ঈদের জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা
সংঘাত কিংবা করোনার থাবার মধ্যেও সব দেশের মুসলিমরা এ দিনটি উদাপন করেছেন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে।
ঈদ উদযাপনে আল আকসা মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা
ফিলিস্তিনে চলমান সংঘাতেও আল আকসা মসজিদে ঈদের নামাজ পড়তে বৃহস্পতিবার জড়ো হয়েছিলেন হাজারো মুসল্লি। ঈদের জামাতের পরেও দিনভর তারা আল আকসা মসজিদে ঈদের দিনটি উপভোগ করেন। গাজা উপত্যকায় ইসরাইলি হামলার মধ্যেও পালিত হয়েছে ঈদ।
জেরুজালেমের পুরাতন শহর এলাকার দামেস্কো গেইটে ঈদের মেলা
পাকিস্তানেও উদযাপিত হচ্ছে ঈদ
আফগানিস্তানে উগ্রবাদী গোষ্ঠী তালিবান তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। দেশটিতে কোনো সহিংস ঘটনা ছাড়াই এবার পালিত হয়েছে ঈদ।
তুরস্কের হায়া সোফিয়া মসজিদে ঈদের জামাত
ইউক্রেন, স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগালসহ ইউরোপের দেশগুলোতে বৃহস্পতিবার ঈদ উদযাপিত হয়েছে। ঈদের দিন ইউরোপে মুসলিমরা কেক তৈরি করেন ও আশেপাশের পর্যটন এলাকায় বার্বিকিউ পার্টির আয়োজন করে থাকেন।
তুরস্কের হায়া সোফিয়ায় দেশটির ধর্ম বিষয়ক অধিদপ্তরের প্রধান আলি এরবা খুতবা পাঠ করছেন
থাইল্যান্ডে ঈদের জামাতের আগে ঈমামের বয়ান শুনছেন মুসল্লিরা
চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমরাও ঈদ উদযাপন করেছে। দেশটির সরকারি নানা নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেই পালিত হয়েছে ঈদ।
চীনে ঈদের জমাত
মিশরের রাজধানী কায়রোর আল আজহার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে
আফ্রিকার দেশ মালিতে ফয়সল বিন আব্দুল আজিজ মসজিদে ঈদের নামাজ পড়ছেন নারীরা
দুবাইয়ের ওল্ড পোর্ট এরিয়ায় বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে
ছবি: আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম থেকে সংগৃহীত