চট্টগ্রামে ঈদের প্রধান জামাত জমিয়াতুল ফালাহতে সকাল ৮টায়
১৩ মে ২০২১ ২১:২২ | আপডেট: ১৩ মে ২০২১ ২১:৩৭
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে গত বছরের মতো এবার চট্টগ্রামে উন্মুক্ত স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে না। মসজিদের অভ্যন্তরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। এই ব্যাপারে মসজিদ কমিটিগুলো ছয় দফা নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ মসজিদে। একই মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত সকাল ৯টায়। ঈদের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্’র পেশ ইমাম মাওলানা নূর মুহাম্মদ সিদ্দিকী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরীর সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নগরের ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত নিজ নিজ মসজিদে অনুষ্ঠিত হবে।
মসজিদ কমিটিগুলো সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া নির্দেশনার মধ্যে আছে— নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে; মসজিদে কার্পেট না বিছিয়ে মুসল্লিদের জায়নামাজ নিয়ে আসার জন্য ও বাসা থেকে ওজু করে আসার জন্য উদ্ধুদ্ধ করতে হবে; সব মুসল্লির অবশ্যই মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে; ঈদের নামাজ আদায়ের সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে; এবং শিশু, অসুস্থ, বয়োবৃদ্ধ ও অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা ঈদ জামাতে অংশগ্রহণ করতে পারবেন না।
এছাড়া করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদে জামাত শেষে কোলাকুলি ও পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে সিটি করপোরেশনের পক্ষ থেকে।
সারাবাংলা/আরডি/টিআর