Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলা বাড়ছে, চাপ কমেছে শিমুলিয়া ঘাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২১ ১২:২৩ | আপডেট: ১৩ মে ২০২১ ১৩:৩৬

মুন্সীগঞ্জ: জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের আগমন অব্যাহত আছে। বৃহস্পতিবার (১৩ মে) সকাল থেকে যাত্রীদের ঘাটে আসতে দেখা যায়। তবে গতকালের চেয়ে যাত্রীদের চাপ অনেক কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও কমতে শুরু করেছে।

সরেজমিনে দেখা গেছে, ঘাটে ছোটবড় সব ধরনের যান ফেরিতে পারাপার হচ্ছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বহরে থাকা ১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চলছে। তবে সবগুলো ফেরি চলছে বলে দাবি করেছে বিআইডব্লিইটিসি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, সব ফেরি চলছে। ঘাটে গতকালের তুলনায় যাত্রী কম। ঘাটে প্রায় ২৫০ যান আছে। তবে ফেরিতে যান লোড করতে সময় বেশি লাগছে।

এদিকে, অনেক যাত্রীকে ফেরির পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করেও পদ্মা পার হতে দেখা গেছে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, ট্রলার চলাচল বন্ধ আছে। তবে পুলিশের চোখ এড়িয়ে কিছু ট্রলার চলতে পারে, যেগুলো পদ্মা পার হয়ে মাঝিকান্দি ঘাটের দিকে যায়। এছাড়াও অনেকে ট্রলারে করে ফেরিতে ওঠার চেষ্টা করে।

সারাবাংলা/এনএস

ঘরমুখো মানুষ শিমুলিয়া ঘাট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর