সিরাজগঞ্জ মহাসড়কে স্বস্তি, নেই গাড়ির চাপ-যানজট
১৩ মে ২০২১ ১২:০২ | আপডেট: ১৩ মে ২০২১ ১৬:৫০
সিরাজগঞ্জ: জেলার মহাসড়কে গতকাল বুধবার রাতে গাড়ির চাপ ও কিছুটা যানজট থাকলেও বৃহস্পতিবার (১৩ মে) তা ভোর রাতেই স্বাভাবিক হয়ে গেছে। নেই কোনো গাড়ির চাপও। সকালে মহাসড়কের চিত্র যেন গতকালের চেয়ে পুরোই উল্টো। ফলে মহাসড়কটিতে ঘরমুখো মানুষের চলাচলে ফিরেছে স্বস্তি।
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে সিরাজগঞ্জের কোনো অংশে নেই যানজট ও গাড়ির চাপ। মাঝে মধ্যে চলছে কিছু গাড়ি। বৃহস্পতিবার সকালে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি ও হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী এ তথ্য নিশ্চিত করেছেন ।
এ বিষয়ে টিআই মো. আব্দুল গণি বলেন, বুধবার রাতে মহাসড়কে গাড়ির চাপ ও কিছুটা যানজটের পাশাপাশি ধীরগতি থাকলেও তা ভোরবেলাতেই কেটে গেছে। এখন মহাসড়কে গাড়ির কোনো চাপ নেই।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার কর্তব্যরত কর্মকর্তা মোছা. মিলি আক্তার বলেন, মহাসড়কে যানজট বা গাড়ির চাপ কোনোটাই নেই। মাঝে মাঝে কিছু গাড়ি চলছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে জানান, মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিকের চেয়েও কম। রাতে গাড়ির চাপ থাকলেও আজ (বৃহস্পতিবার) সকাল থেকে মহাসড়কে গাড়ির কোনো চাপই নেই।
সারাবাংলা/এনএস