Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদির সঙ্গে মিল রেখে বিরামপুরে ঈদ উদযাপন

লোকাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২১ ১১:২৭ | আপডেট: ১৩ মে ২০২১ ১২:২৫

বিরামপুর (দিনাজপুর): সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুইটি ইউনিয়নে ঈদুল ফিতরের আগাম নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ১০টি গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৮টায় বিনাইল ইউনিয়নের আয়ড়া বাজার জামে মসজিদে মাওলানা ইলিয়াস আলী ও জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর জামে মসজিদে মাওলানা দেলোয়ার হোসেন কাজী এ দুটি জামাতে ঈদের নামাজ পড়ান।

বিজ্ঞাপন

খয়েরবাড়ি-মির্জাপুর জামে মসজিদে ঈদের জামাতের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন কাজী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। আর তিন ঘণ্টার কারণে পুরো দিনকে পাথর্ক্য করতে পারে না। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা ঈদের নামাজ আদায় করলাম।

তিনি আরও জানান, ১৯৯৭ সাল থেকে এভাবে নামাজ আদায়ের পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকেই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করছি। বিগত বছরের তুলনায় এবারের জামাতে মুসল্লি উপস্থিতি বেশি হয়েছে।

বিরামপুর থানার উপ-পরিদর্শক মো. নুরুল আমিন বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ (বৃহস্পতিবার) বিরামপুরের দুটি গ্রামের মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ নামাজ পড়াকে কেন্দ্রকে করে সেখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এনএস

ঈদুল ফিতর উদযাপন বিরামপুর সৌদি আরবের সঙ্গে মিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর