সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২১ ০৮:৪৪ | আপডেট: ১৩ মে ২০২১ ১১:৩২
১৩ মে ২০২১ ০৮:৪৪ | আপডেট: ১৩ মে ২০২১ ১১:৩২
ঢাকা: মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় এই ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং বেতারগুলোও সম্প্রচার করবে।
বুধবার (১২ মে) বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ হবে এবং আগামীকাল শুক্রবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সারাবাংলা/এনআর/ এসএসএ