Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোলে আমদানি-রফতানি ৩ দিন বন্ধ

লোকাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২১ ০৮:৩০

বেনাপোল: ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার থেকে শনিবার এই তিনদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার (১৩ মে) থেকে শনিবার (১৪ মে) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী রোববার (১৬ মে) সকাল থেকে আবারও আমদানি-রফতানিসহ কাস্টমসের সকল কার্যক্রম ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। রোববার (১৬ মে) সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভারত-বাংলাদেশ যাত্রী যাতায়াত বন্ধ থাকলে ও হাইকমিশনের এনওসি নিয়ে যেসব যাত্রী সকাল ৮ থেকে বিকেল ৩ টার মধ্যে দেশে ফিরবেন তাদেরকে গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসএসএ

আমদানি-রফতানি বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর